যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা পদে চাকরির নিয়োগ ২০২২
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাধিক পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই শিক্ষাপ্রতিষ্ঠানে চার ক্যাটাগরির পদে চারজন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
-
-
-
১. পদের নাম: উপপরিচালক (বাজেট)
-
পদসংখ্যা: ১
-
যোগ্যতা ও অভিজ্ঞতা: চার বছর মেয়াদি বিবিএ/এমবিএ/তিন বছর মেয়াদি বিকম অনার্সসহ এমকম/পাস কোর্সে বিকম ও এমকম। সব পরীক্ষায় দ্বিতীয় শ্রেণি/বিভাগ/বি গ্রেড থাকতে হবে; কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি/সি গ্রেড গ্রহণযোগ্য নয়। সিএ ডিগ্রিধারী অথবা আইবিএ থেকে এমবিএ ডিগ্রি অর্জনকারীকে অগ্রাধিকার দেওয়া হবে। স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি পর্যায়ে যেকোনো একটিতে বা উভয়টিতে প্রথম শ্রেণি প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে। অর্থ, হিসাব, বাজেট ও সংশ্লিষ্ট অন্যান্য কাজে সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান/বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে; এর মধ্যে সহকারী কম্পট্রোলার/সহকারী ট্রেজারার/সহকারী হিসাব নিয়ামক/সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) বা সমপর্যায়ের পদে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৪৫ বছর
বেতন স্কেল: ৪৩,০০০–৬৯,৮৫০ টাকা
-
-
-
-
২. পদের নাম: সহকারী পরিচালক (বাজেট)
-
পদসংখ্যা: ১ (অস্থায়ী—উপপরিচালক (বাজেট) পদের বিপরীতে)
-
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং/ম্যানেজমেন্ট/ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং/মার্কেটিং/বিবিএ বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি অথবা তিন বছর মেয়াদি বিকম অনার্সসহ এমকম/এমবিএস/এমবিএ অথবা পাস কোর্সে বিকম ও এমকম ডিগ্রি থাকতে হবে। সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি অথবা ৫ পয়েন্টভিত্তিক গ্রেড সিস্টেমে সিজিপিএ ন্যূনতম ৪ এবং ৪ পয়েন্টভিত্তিক গ্রেড সিস্টেমে সিজিপিএ ন্যূনতম ৩ থাকতে হবে। কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়/সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অর্থ/হিসাব/বাজেট/নিরীক্ষাসংক্রান্ত কাজে নবম গ্রেডের পদে (প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে) কমপক্ষে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে চার বছর মেয়াদি স্নাতক/স্নাতকোত্তরসহ এমবিএ ডিগ্রি থাকলে এবং সংশ্লিষ্ট বিষয়ে নির্ধারিত অভিজ্ঞতা থাকলে স্নাতক পর্যায়ে পঠিত বিষয়ের শর্ত শিথিলযোগ্য। সিএ/সিএমএ ডিগ্রি অর্জনকারীকে অগ্রাধিকার দেওয়া হবে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে যেকোনো একটিতে অথবা উভয়টিতে প্রথম শ্রেণি প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
বেতন স্কেল: ২৯,০০০-৬৩,৪১০ টাকা
-
৩. পদের নাম: মেডিকেল অফিসার (আবাসিক)
-
পদসংখ্যা: ১ (অস্থায়ী—উপপ্রধান চিকিৎসা কর্মকর্তা পদের বিপরীতে)
-
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রি এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রেশন সনদধারী। কম্পিউটার পরিচালনায় অবশ্যই পারদর্শী হতে হবে। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
-
৪. পদের নাম: সহকারী টেকনিক্যাল অফিসার (বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগ)
-
পদসংখ্যা: ১ (স্থায়ী)
-
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং/ইইই/অ্যাপ্লাইড ফিজিকস/বায়োমেডিকেল ফিজিকস অ্যান্ড টেকনোলজি/এমই/ইসিই/সিএসই/সিএইচই/ইটিই বিষয়ে চার বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে।
-
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত আবেদন ফরমে প্রয়োজনীয় কাগজপত্রসহ দুই সেট আবেদনপত্র রেজিস্ট্রারের দপ্তরে পাঠাতে হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অথবা রেজিস্ট্রারের কার্যালয় থেকে আবেদন ফরম ও যোগ্যতার বিস্তারিত বিবরণ সংগ্রহ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা (যদি থাকে), প্রশিক্ষণসংক্রান্ত ও অন্যান্য মূল/সাময়িক সনদপত্র ও নম্বরপত্র; সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি ছবি; জাতীয় পরিচয়পত্র; নিজ নিজ এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌর মেয়র/ওয়ার্ড কাউন্সিলর প্রদত্ত নাগরিকত্ব সনদ সংযুক্ত করতে হবে। খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে। প্রার্থীর যোগাযোগের বর্তমান ঠিকানা লিখিত ১০ টাকার ডাকটিকিট সংযুক্ত ১০ ইঞ্চি বাই সাড়ে ৪ ইঞ্চি সাইজের দুটি ফেরত খাম আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।
আবেদন ফি
রেজিস্ট্রার, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুকূলে অগ্রণী ব্যাংক লিমিটেডের যেকোনো শাখা থেকে ১ নম্বর পদের জন্য ১১০০ টাকা, ২ নম্বর পদের জন্য ১০০০ এবং ৩ ও ৪ নম্বর পদের জন্য ৯০০ টাকা মূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) করে রসিদ অবশ্যই আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর–৭৪০৮।
আবেদনের শেষ সময়: ৩০ অক্টোবর ২০২২
সরকারী বেসরকারী সকল ধরনের চাকরীর খবর পেতে আমাদের সাথেই থাকুন ।।
update more https://www.eshoshikho.com/
source : prothom alo