How to Blogg created and earning money

ব্লগিং করে আয়ের কথা ভাবছেন? তাহলে  আজই একটি ব্লগ তৈরি করুন(Part-1)–Make Money Online
সবাইকে ভালবাসা জানিয়ে শুরু করছি ব্লগিং এর ১ম পোস্ট । আজকে আমরা ব্লগিং শুরু করা নিয়ে আলোচনা করব। আপনারা ইতিমধ্যেই ফ্রি ব্লগিং প্লাটফর্ম ব্লগস্পট সম্পর্কে হয়ত জানেন। আজকে ব্লগস্পট নিয়েই আলোচনা করব।ব্লগার এর কিছু গুরুত্বপর্ণ ফিচার–
১) আপনি এখানে আনলিমিটেড হোস্টিং করতে পারবেন।
২) Bandwidth নিয়ে ও কোনো জামেলা নাই, তাও আনলিমিটেড।
৩) এখানে আপনি আপনার নিজের মত ডোমেইন সেটাপ দিতে পারবেন।
৪) ফটো আপলোড করার জন্য Picasa তে ১ জিবি জায়গা পাবেন।
৫) এবং আপনার ব্লগ থেকে কিছু টাকা উপার্জন করার জন্য সহজেই Adsense যোগ করতে পারবেন।
৬) যদি আপনি ভিডিও আপলোড করতে চান তাহলে Youtube এ আনলিমিটেড Storage পাবেন।
ব্লগস্পট এ ব্লগ ওপেন করতে কোন এক্সট্রা অ্যাকাউন্ট খুলতে হয়না। জিমেইল অ্যাকাউন্ট দিয়েই খুব সহজে ব্লগ খোলা যায়। আর যদি আপনার জিমেইল একাউন্ট না থাকে তাহলে জিমেইল একাউন্ট করে নিন । কারণ আপনি একবার লগিন করেই Gmail, Blogger, Google Analytics, Google Web Master Tools, Google keyword Planner, Adword, Adsense সবই একসাথে ব্যবহার করতে পারবেন।
ব্লগস্পট কি? ব্লগস্পট হল সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের একটি ফ্রি ব্লগিং প্লাটফর্ম। বর্তমানে যতগুলো ফ্রি ব্লগ সার্ভিস আছে তার মধ্যে সেরা হল ব্লগস্পট। ব্লগস্পটের লিঙ্ক হলঃ http://www.blogger.com এখানে আপনি ফ্রিতে আপনার প্রথম ব্লগটি সুন্দরভাবে তৈরি করতে পারবেন। কোন প্রোগ্রামিং জ্ঞান ছাড়াই এখানে একটি খুব সুন্দর মানের ব্লগ তৈরি করা সম্ভব।
ব্লগস্পট এর মালিক গুগল চেষ্টা করে গ্রাহক কে সর্বচ্চো সুবিধা দেয়ার। আপনি ব্লগ ডিজাইনে ব্লগস্পট থেকে মোটামুটি পূর্ণ স্বাধীনতা পাবেন। ব্লগস্পটের রয়েছে বেশকিছু নিজস্ব থিম। এছাড়া ইন্টারনেটে ফ্রিতে অসংখ্য থিম পাওয়া যায়। আপনি যেকোনো একটি থিম নিয়ে ব্লগিং শুরু করে দিতে পারেন। ব্লগস্পোত এর রয়েছে হাই পারফর্মেন্স সার্ভার। আর সবচেয়ে বড় কথা হল এটি এসইও ফ্রেন্ডলি ব্লগিং প্লাটফর্ম, ফলে গুগল থেকে আপনি পাবেন অসংখ্য ভিজিটর। অনেক ব্লগ আছে যেগুলি টাকা দিয়ে তৈরি ব্লগ এর চেয়েও বেশী ভিসিটর পায়। তাই আমি আপনাদের ব্লগস্পট দিয়েই ব্লগিং শুরু করার কথা বলব। তাছাড়া অনেকে প্রথমেই টকা খরছ করতে চায় না, তাদের জন্য তো অবশ্যই ব্লগস্পট।
অনেকেই হয়ত প্রশ্ন করতে পারেন যে, কেন এটি সেরা? আমি বলব এর মালিক গুগল তাই এটি সেরা। এর ইন্টারফেস আপনার পছন্দ না হলেও এটি সেরা, কারন এর মালিক গুগল। আপনারা আবার বলতে পারেন যে গুগল বলেই সেরা? হ্যাঁ, কারন ব্লগের প্রাণই হচ্ছে ভিজিটর। আপনি যদি কোন ভিজিটর না পান, তাহলে সুন্দর ডিজাইন আপনার কোন কাজে আসবে না। গুগল ব্লগসট কে যে চোখে দেখবে অন্যান্য ফ্রি ব্লগকে নিশ্চয়ই সেই চোখে দেখবে না। ফলে ভিজিটর কিন্তু ব্লগস্পটেই বেশী পাঠাবে। আর আপনারা নিশ্চয়ই জানেন যে, গুগল ই সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন। তাই আগেই ভাবুন, পরে ব্লগস্পটের দিকে এলে আপনিই পিছিয়ে পরবেন। ব্লগস্পটে রয়েছে ডোমেইন পারকিং এর সুবিধা, যা অনেক জায়গাতেই নেই। আর এটি সম্পূর্ণ ফ্রি। গুগল আপনার কাছ থেকে একটি টাকা চাইবে না, বা কোন প্রকার সুবিধা দাবি করবে না। সব বিষয় চিন্তা করে বলা যায়, ফ্রি ব্লগিং প্লাটফর্ম হিসেবে ব্লগস্পটই সেরা।
হ্যাঁ, ব্লগস্পট এর আরেকটি সুবিধা হল এখান থেকে প্রচুর আয় করা সম্ভব। আপনার ব্লগ যদি গুনগত মান-সম্মত হয়, তাহলে আপনি গুগল এর কাছে বিজ্ঞাপনের জন্য আবেদন করতে পারবেন। তাছাড়া আপনি অন্যান্য বিজ্ঞাপন সংস্থা থেকেও এখানে বিজ্ঞাপন দিতে পারেন। এজন্য গুগল আপনার কাছ থেকে টাকার ভাগ চাবে না। অনেক ব্লগার আছেন যারা ব্লগস্পট এ ব্লগিং করেই মাসে লক্ষ লক্ষ টাকা আয় করছেন। আমার এক ফ্রেন্ড আছে, যে গত মাসে ৬০ হাজার টাকা আয় করেছে তার দুইটা ব্লগস্পট ব্লগ থেকে। তাই আপনাদের বলব ব্লগস্পটে অন্যান্য প্রফেশনাল ব্লগ এর মতই আয় করা যায়।
সব কিছুতেই একটু অসুবিধা থাকে, তারপরে এটি ফ্রি সার্ভিস। এর অসুবিধা গুলি নিম্নে দেয়া হলঃ
এখানে আপনি সহজেই অন্যদের লেখার সুযোগ দিতে পারবেন না।
এখানে আপনি ওয়ার্ডপ্রেসের মত সম্পূর্ণ স্বাধীনতা পাবেন না।
এখানে গুগলের নির্ধারিত নিয়ম-কানুন গুলি মেনে চলতে হবে।
নিয়ম ভঙ্গ করলে আপনাকে ব্যান করা হতে পারে।
সম্পূর্ণ প্রোগ্রামিং সুবিধা পাবেন না।
ব্লগিং ইন্টারফেস পরিবর্তন করতে পারবেন না।
আপনি শুধুমাত্র ডিজাইন টাই কাস্টমাইজ করতে পারবেন।
এর পরেও ব্লগস্পটই সেরা, কারন অন্যান্য জায়গায় এর চেয়েও বেশী অসুবিধা আপনার জন্য অপেক্ষা করছে।
একাউন্ট তৈরিঃ
ব্লগস্পটে ব্লগ খুলতে আপনাকে প্রথমে ব্লগস্পট এর হোমপেজ http://blogger.com

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )