Oxfam Job circular 2022 । অক্সফাম জব সার্কুলার 2022

Oxfam Job circular 2022 । অক্সফাম জব সার্কুলার 2022Oxfam Job circular 2022 । অক্সফাম জব সার্কুলার 2022আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম বাংলাদেশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি বাংলাদেশে ক্লাইমেট জাস্টিস অ্যান্ড সোশ্যাল ইনক্লুশন টিমে প্রজেক্ট অফিসার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

 • পদের নাম: প্রজেক্ট অফিসার—ডিজিটাল ইনক্লুশন
  বিভাগ: ইন্টারন্যাশনাল
  পদসংখ্যা:
  যোগ্যতা ও অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত দুই থেকে তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। জেন্ডার জাস্টিস ওয়ার্ক, ফেমিনিস্ট রিসার্চ, উইমেন ডিজিটাল এমপাওয়ারমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট, ডিজিটালাইজেশন, কোয়ালিটেটিভ রিসার্চ ডিজাইন, সার্ভে ও অ্যানালাইসিসে অভিজ্ঞতা ও প্রশিক্ষণ থাকতে হবে। কমিউনিকেশন ও প্রযুক্তি বিষয়ে দেশি–বিদেশি নীতিমালা জানতে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্টে অভিজ্ঞ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।


 • চাকরির ধরন: চুক্তিভিত্তিক
  কর্মস্থল: ঢাকা
  কর্মঘণ্টা: সপ্তাহে ৩৭.৫ ঘণ্টা
  বেতন: বছরে (১৩ মাস) বেতন ৮ লাখ ৯৯ হাজার ১২৬ টাকা।


আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের অক্সফামের ক্যারিয়ারবিষয়ক ওয়েবসাইটের এই লিংকে গিয়ে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply For This Role–এ ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ১ ডিসেম্বর ২০২২।CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )